নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার জেরে কলকাতায় বন্ধ হল বিমান পরিষেবা। সোমবার সকালে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। সকাল থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারেনি। অন্য রাজ্য থেকে আসা বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কুয়াশার জেরে কলকাতার পাশাপাশি বাকি জেলাতেও একই পরিস্থিতি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার হবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমই। যদিও আবহাওয়া দফতর আগে সোমবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল।