শান্তি রায়চৌধুরী: শনিবার কিষান ড্রোনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কিষান ড্রোন কীটনাশক স্প্রে করার জন্য ব্যবহার করা হবে। কিষান ড্রোন একটি নতুন যুগের বিপ্লব। খুব শীঘ্রই উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন কৃষকদের তাজা শাকসবজি, ফল এবং ফুল সরাসরি বাজারে পাঠাতে সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী।
এই ‘ড্রোন স্টার্টআপের জন্য একটি নতুন ইকোসিস্টেম চালু করা হয়েছে। ভারত এই ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে আমি নিশ্চিত। অ্যারোস্পেস আগামী ২ বছরে ১ লক্ষ ‘মেড ইন ইন্ডিয়া’ ড্রোন তৈরির পরিকল্পনা করেছে। এতে শত শত যুবকের কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি হবে।’
52 total views, 2 views today