শান্তি রায়চৌধুরী: আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ করোনা আবহে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে স্কুলে স্কুলে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি হবে।
এই পুণ্যতিথিতে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যা। ট্যুইটারে তিনি লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী / শিক্ষা দাও,দাও সংস্কৃতি’
‘মন ভরে দিও আলো / বসন্তের দীপ জ্বালো’
‘বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন’
আর ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ‘ দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা। মা সারদার আশীর্বাদ সকলের সাথে থাকুক এবং ঋতুরাজ বসন্ত সবার জীবনে আনন্দ বয়ে আনুক।