নিজস্ব প্রতিনিধি: বিশ্বের শীর্ষ ধনী স্পেসএস্কের সিইও ইলন মাস্ক। তার সম্পত্তির বড় অংশই শেয়ারবাজার থেকে আসে। এ বছর এই মার্কেটের ওপর ভিত্তি করে আরও ধনী হয়ে উঠতে পারেন পারেন মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে ২০২২ সালের শুরুটা মাস্কের জন্য কঠিন হলেও খুব বেশি উদ্বিগ্ন নন। তার মালিকানাধীন টেসলা শেয়ারবাজারে চলতি বছর প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ তিন হাজার কোটি ডলার হারিয়েছে। গত সোমবার পর্যন্ত পুঁজিবাজারে টেসলা ১২ শতাংশ দর হারিয়েছে।

জানুয়ারিতে এই অবস্থা হলেও বছরের পরবর্তী মাসগুলো মাস্কের জন্য সবচেয়ে বেশি লাভজনক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মদতে, টেসলা এ বছর ভালো আর্থিক ফল পাবে শেয়ারবাজারে লেনদেন করে। ধারণা করা হচ্ছে চলতি বছর শেয়ারবাজারে ফুলেফেঁপে উঠবে টেসলার লেনদেন।

প্রযুক্তিবিশ্লেষকরা ধারণা করছেন, পুঁজিবাজারে এবছরও চাঙা থাকবে টেসলা। পরবর্তী মাসগুলোতে মাস্ক অনেক বিকল্প পাবেন, তাকে সম্ভবত প্রায় পাঁচ বছর সেগুলোর জন্য কোনো করও দিতে হবে না। কারণ তিনি বিকল্পগুলো অনুশীলন করার পরে এবং অতিরিক্ত শেয়ার কিনলে তাকে শুধু বিকল্পগুলোর উপর কর দিতে হবে।বিশ্বের আইটি মানচিত্রে দ্বিতীয় স্থানে টিসিএস, জেনে নিন প্রথমে কোন কোম্পানি

শান্তি রায়চৌধুরী: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ডের তকমা পেল টিসিএস। ব্র্যান্ড ফাইন্যান্স ২০২২ রিপোর্ট অনুসারে এই অন্যতম সেরার শিরোপা পেয়েছে টাটা গ্রুপের এই কোম্পানি। বিশ্বব্যাপী আইটি পরিষেবা খ্যাত হওয়ার জন্যই এই মান পেয়েছে সংস্থা।

এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে একসেনচার। বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ডের শিরোনাম ধরে রেখেছে এই কোম্পানি। রেকর্ড ৩৬.২ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে কোম্পানি। তৃতীয় স্থানে রয়েছে ইনফোসিস। গত বছর থেকে ৫২ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হয়েছে এই সংস্থার।

Loading