শান্তি রায়চৌধুরী: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে । নির্বাচন আসার সাথে সাথে একাধিক রাজনৈতিক সমীকরণ চোখে পড়ছে।
এবার বিজেপিকে হারানোর জন্য সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে বরাবরই সখ্যতা ছিল সিপিএমের। বাংলাতেও তাঁদের জোট ছিল। কিন্তু সম্প্রতি তৃণমূলের সঙ্গেও সমাজবাদী পার্টির সখ্যতা গড়ে উঠেছে।
তাই প্রশ্ন উঠেছিল, সিপিএম এবার কি করবে? কারণ বাংলায় তৃণমূলের বিপরীত মেরুতে অবস্থান করে সিপিএম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, সিপিএম প্রধান সীতারাম ইয়েচুরি জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে তাঁরা সমাজবাদী পার্টিকেই সমর্থন করবেন।
আগামী ১০ ই ফেব্রুয়ারী নির্বাচন। সাত দফায় নির্বাচন হবে। আর সেই নির্বাচনে সিপিএম সংঘবদ্ধভাবে সমাজবাদী পার্টির সঙ্গে থাকতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্তি যে সিপিএমের বার্তায় আরেকটু বাড়লো, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।