শান্তি রায়চৌধুরী: আগামী ২১ ফেব্রুয়ারি থেকে টিকার ডাবল ডোজের শংসাপত্র ছাড়াই পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, এই মুহূর্তে ওডিশায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া দেশের বেশিরভাগ মানুষেরই করোনার টিকার ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত।
তা সত্ত্বেও সব পুণ্যার্থীকেই ডাবল ডোজ টিকা নিয়ে পুরীর মন্দিরে আসার কথা বলছে ওডিশা রাজ্য প্রশাসন। তাছাড়াও মাস্ক পরে থাকা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। মন্দির চত্বর স্যানিটাইজ করার জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে।