শান্তি রায়চৌধুরী: ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফ্রান্সে আনার কথা ভাবছে প্যারিস সেন্ট জার্মেই। একাধিক স্প্যানিশ গণমাধ্যমের খবর, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে পিএসজিতে আসবেন রোনালদো। এই খবরের পর বর্তমান সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।
এদিকে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে এই মৌসুমেই। ফরাসি স্ট্রাইকার চুক্তি নবায়নেরও আগ্রহ দেখাচ্ছেন না! পিএসজি তাই এমবাপ্পের স্থলাভিষিক্ত হিসেবে রোনালদোকে দলে ভেড়ানোর কথা ভাবছে।
রোনালদোকে দলে পেতে নিজেদের আগ্রহের কথা আগে থেকেই জানিয়ে রেখেছিল পিএসজি। এবার হয়তো তেমন কিছুই হতে যাচ্ছে। এমবাপ্পে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই পিএসজি রোনালদোর ব্যাপারে সামনে এগোবে। অন্যদিকে রোনালদোকেও ছাড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সব সমীকরণ এক বিন্দুতে মিললেই মেসি-রোনালদোকে একসঙ্গে দেখা যাবে পিএসজিতে।
28 total views, 2 views today