নিজস্ব প্রতিনিধি: জন্ম-মৃত্যুর শংসাপত্রের  জন্য পুরসভায় যাবার দিন শেষ হচ্ছে।

অন্তত এমনই ভাবনা-চিন্তা করছেন মেয়র । কলকাতার মহানাগরিক  ফিরহাদ হাকিম  জানিয়েছেন, জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়ার কাজ আগামী দিনে সম্পূর্ণ অনলাইনে করার পরিকল্পনা শুরু করেছে পুরসভা। পাশাপাশি অনলাইনে আবেদনের পর পুরসভার তরফেই নির্দিষ্ট ঠিকানায় শংসাপত্র পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযানের সময়, পুলিশ ও সেনার যৌথবাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় যৌথবাহিনীও। সেই এনকাউন্টারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জঙ্গিদের নাম শোপিয়ানের ধানগামের বাসিন্দা সমীর আহমেদ শাহ এবং পুলওয়ামার বাসিন্দা রইস আহমেদ মীর। তাদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Loading