নিজস্ব প্রতিনিধি – শনিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে আছড়ে পড়েছে এক ভয়ঙ্কর টর্নেডো। এর ফলে অন্তত ৫০ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

কেনটাকি প্রদেশের গভর্নর অ্যান্ডি বেসিয়ার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বেড়ে ১০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে।

শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এই টর্নেডো কেন্টাকির ইতিহাসের সবচেয়ে খারাপ টর্নেডোগুলোর মধ্যে থাকবে। গভর্নর বলেছেন, এটা বিধ্বংসী ছিল।

শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে টর্নেডো ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আরাকানসাস প্রদেশে একটি নার্সিং হোম আংশিক ধসে পড়ে।

এতে একজনের মৃত্যু হয়, আটকে পড়েন অন্তত ২০ জন। ইলিনয়সে একটি অ্যামাজন ওয়্যারহাউসে প্রতিষ্ঠানটির কর্মীরা আটকে পড়েছে।

Loading