শান্তি রায়চৌধুরী: নারকেলডাঙার ক্যালকাটা জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। আজ সকালে কর্মীরা কাজে এসে কারখানায় তালা দেখে ক্ষোভে ফেটে পড়েন।কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক মন্দার কারণেই মিল বন্ধ রাখা হয়েছে।

এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজার শ্রমিক। এরপরই কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

 

Loading