নিজস্ব প্রতিনিধি – রাজধানী দিল্লির অদূরে উত্তর প্রদেশের নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক মন জেতার চেষ্টা চালিয়েছেন। আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠানে তিনি বলেন, এই বিমানবন্দর চালু হলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিম উত্তর প্রদেশের কৃষক সমাজ।

তাঁরা তাঁদের উৎপাদিত ফল, সবজিসহ সব ধরনের ফসল দেশ-বিদেশে সরাসরি রপ্তানি করতে পারবেন। কৃষক ছাড়াও উপকৃত হবেন আলীগড়, মিরাট, মথুরা, আগ্রা, বিজনৌর, বেরোলি, মোরাদাবাদের মতো শহরের মানুষজন।

দেড় বছর ধরে চলা কৃষক আন্দোলন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থান ছাড়া প্রবল প্রভাব ফেলেছে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে। এই কারণে সামনের বছরের গোড়ায় উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন শাসক বিজেপির কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলেছে।

পরিস্থিতির সামাল দিতে প্রধানমন্ত্রী সচেষ্ট। ক্ষতির সামাল দিতে কিছুদিন আগে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। এখন চেষ্টা চালাচ্ছেন আন্দোলনরত কৃষকদের মন জেতার।

দিল্লির নিকটবর্তী নয়ডার জেওয়ারে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাই তিনি টেনে আনলেন কৃষকদের সুবিধার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, এই বিমানবন্দরের জন্য কর্মসংস্থান হবে লক্ষাধিক মানুষের। সুফল পাবেন পশ্চিম-উত্তর প্রদেশের মানুষজন।

Loading