শান্তি রায়চৌধুরী: চীন থেকে মূলত স্মার্টফোন, সার, রাসায়নিক, ইলেক্ট্রিক্যাল পণ্য ও যন্ত্রাংশ আমদানি করে ভারত সবচেয়ে বেশি। চীনের কাষ্টমস অফিস বলছে, ভারতে চীনের রফতানি গত বছর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৭.৫২ বিলিয়ন ডলার।

ভারতের ফরেইন ট্রেড পারফরমেন্স এ্যালালাইসিস বলছে চীন থেকে দেশটির পেট্রোলিয়াম পণ্য আমদানিও বেড়েছে। এছাড়া মূল্যবান পাথর ও খনিজ পণ্য আগের চেয়ে অনেক বেশি আমদানি করছে ভারত। এসব পণ্য আমদানিতে ভারতকে খরচ করতে হচ্ছে ৬০ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদ ও অধ্যাপক বিশ্বজিৎ ধর বলেন, চীন-ভারতের সামগ্রিক সম্পর্ক মার্কিন-চীন সম্পর্কের প্রতিফলন বলে মনে হলেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের নিজস্ব স্বতন্ত্র গতিশীলতা রয়েছে। রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও, যুক্তরাষ্ট্র চীনের ওপর নির্ভরতা কমাতে পারেনি। ভারত সরকারের প্রচেষ্টা সত্ত্বেও চীনের অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়া যায়নি।

অধ্যাপক ধর বলেন, ভারতের উৎপাদন খাত প্রাক-কোভিড মহামারি স্তরে পুনরুদ্ধার সম্ভব না হলে চীনের ওপর নির্ভরতা সিন্ড্রোম আরও বাড়তে পারে।

Loading