নিজস্ব প্রতিনিধি: মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজন ভারতের ফিউচার রিটেইল লিমিটেডের পরিচালকদের কাছে চিঠি দিয়ে এ বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। অ্যামাজন ভারতের ঋণগ্রস্ত কোম্পানি সামারা ক্যাপিটালের সমস্ত খুচরা সম্পদ কেনার জন্য ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ।

সামারা ক্যাপিটাল মুম্বাই ভিত্তিক কোম্পানি। গত ২২ জানুয়ারির মধ্যে ভারতের অ্যামাজনের এ বিনিয়োগের ব্যাপারে নিশ্চিত হতে চিঠি দেওয়ার পর এ সাড়া আসে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে সাড়ে ৩ হাজার কোটি টাকা

দিচ্ছে অ্যামাজন ফিউচারের গ্রাহকদের দায় শোধ করতে। অ্যামাজন চিঠির উত্তরে এও জানিয়েছে চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করতে চায় মার্কিন কোম্পানিটি। বিনিয়োগের পর সামারা ফিউচারের সমস্ত খুচরা সম্পদের অধিগ্রহণের উদ্যোগ নেবে। এসব সম্পদের মধ্যে ‘ইজি ডে’, ‘আধার’ এবং ‘হেরিটেজ’ ব্র্যান্ড সমন্বিত ছোট ছোট খুচরা বিপণন স্টোরগুলো নিয়ে নেবে।

অ্যামাজন এও বলেছে ফিউচারের চলতি মূলধন যোগানের বিষয়টিতে প্রাধান্য দেওয়া হবে। এ বিনিয়োগ নিয়ে অ্যামাজনের সঙ্গে মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানির বিতর্ক সিঙ্গাপুরে আদালত পর্যন্ত গড়ায়। মুকেশ আম্বানি এ খাতে ২৪ হাজার ৭১৩ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল। তবে আদালতের রায় আসে ফিউচারের পক্ষে। একই সঙ্গে মুকেশ আম্বানি পরিবেশ বান্ধব জালানি উৎপাদনে গুজরাটে ৬ লাখ কোটি টাকা বিনিয়োগে নজর দেয়।

Loading