নিজস্ব প্রতিনিধি – জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা জলপাইগুড়ি জেলার বিজেপির বিদায়ী কমিটির সহ সভাপতি ধরতিমোহন রায় তৃণমূলে যোগ দিলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মহুয়া গোপ।
১৯৯৮ সাল থেকে তৃণমূলে ছিলেন ধরতিমোহনবাবু। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার তৃণমূলে ফিরলেন তিনি। ধরতিমোহনবাবু জানান, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তার অবসান হয়েছে। ঘরের মানুষ ঘরে ফিরে
189 total views, 2 views today
 
		














