নিজস্ব প্রতিনিধি – **বড়দিন কাটতেই ফের হাওয়া বদল। বাড়ল কলকাতার তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়া হাজারের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।
**আজ মান্ডিতে প্রায় ১১ হাজার কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, হিমাচল প্রদেশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনেও যোগ দেবেন তিনি।
**হেলিকপ্টার ভাড়া নিতে চায় রাজ্য সরকার। কমপক্ষে ছ’জন বসতে পারেন, এমন কপ্টার ভাড়া নিতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর।
**রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকীর উদযাপনের সূচনা হবে আগামী বছর ১ মে। সেই উপলক্ষে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। মঠ সূত্রে খবর, নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে। পরবর্তী এক বছর ধরে চলবে উদযাপন।
28 total views, 2 views today