নিজস্ব প্রতিনিধি – উত্তর ২৪ পরগনার  মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় এবার উপস্থিত  বিধায়ক, কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পৌরসভার কাজেও এদিন অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পৌরভোটের আগে প্রতি পৌরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা। সভা থেকেই বারাসত-হাবড়ার এক নেতাকে তিনি বলেন, ‘পয়সা ছিল না। আমিও একসময় গ্রামে গিয়ে রাস্তায় ইট পেতেছি। ’

বিভিন্ন পৌরসভার কাউন্সিলরদের কাজে ক্ষোভ প্রকাশ করে মমতা এদিন বলেন, ‘অনেক অভিযোগ রয়েছে। রাস্তাঘাট, পানি, লাইটের কাজ করুন। ‘ ব্যারাকপুর, কামারহাটি, খড়দহ, দমদম পুরভার প্রধানদের থেকে কাজের খতিয়ানও নেন মমতা।

আমায় ৫০ হাজার কোটি টাকা শোধ করতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হচ্ছে। সব কিছু বলে ফেললাম মিটিংয়ে। কারণ, এটা পাবলিক দেখছে, ক্রেডিট নেওয়ার জন্য এটা করবেন না।

বরং নিজে কিছু কাজ করতে শিখুন।   নিজেরা লোক নিয়ে পরিষ্কার করুন। আমিও এক সময় গ্রামে গিয়ে ইট পেতেছি। পয়সা ছিল না। গ্রাম গিয়ে ইট পেতেছি।

একটা মাটির রাস্তাকে ইটের রাস্তা করেছি। তাই আগে নিজেরা চেষ্টা করুন। ’

Loading