নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে হিজাব বিতর্কের মধ্যে এবার মান্ডা জেলার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশের আগে তাদের হিজাব খুলে ফেলতে হয়েছে। সোমবার নতুন করে ওই ঘটনা ঘটে। কিছুদিন বন্ধ থাকার পর সোমবার প্রথম স্কুল খুলে। গত সপ্তাহে, হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশে বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলতে পারে, তবে ধর্ম সম্পর্কিত পোশাকের অনুমতি দেওয়া হবে না।

এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একজন নারী (সম্ভবত শিক্ষিকা) স্কুলের গেটে হিজাব পরা এক ছাত্রীকে থামিয়ে ওকে সরান, সরান’ বলে নির্দেশ দেন। ভিডিওতে কিছু অভিভাবককে তাদের মেয়েদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ায় তর্ক করতে দেখা যায়। অবশেষে ছাত্রীরা হিজাব খুলে ফেলতে বাধ্য হয় এবং এরপরে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে সমর্থ হয়।

Loading