নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাত সাড়ে দশটায় জোড়াবাগানে বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মুহূর্তেই একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। পুলিশও ঘটনাস্থলে গিয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Loading