নিজস্ব প্রতিনিধি: রাজ্যে চলছে চারটি পুরসভা কেন্দ্রের ভোট। চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি রয়েছে বিধান নগর পুরসভার কেন্দ্রে। তাসত্ত্বেও এই কেন্দ্রটিতে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। আজ বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযোগকে সামনে রেখে ওয়ার্ডে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিন ২৪ নম্বর ওয়ার্ডে কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের বুথেও  সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্তার অভিযোগ উঠেছে। প্রার্থীর অভিযোগ তাঁর এজেন্টকেও বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার করেননি তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডল। পাশাপাশি এদিন ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। ২৭ নম্বর ওয়ার্ডের চঞ্চলকুমারী বালিকা বিদ্যালয়ের বুথের লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ায়।

Loading