নিজস্ব প্রতিনিধি রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস গেরুয়া শিবিরকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে অহরহ, ঠিক সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কোণঠাসা করার ইঙ্গিত বিজেপির। কার্যত এবার মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। জানা গেছে, আগামী ২ রা মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, মুম্বাইয়ের বিজেপি ইউনিটের সেক্রেটারি বিবেকানন্দ গুপ্তা তৃণমূল সুপ্রীমোর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করেন তিনি।
56 total views, 4 views today