শান্তি রায়চৌধুরী: শুক্রবার সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হলো কলকাতায়। ক্যাম্পাসের উদ্বোধনে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ দিয়েছে রাজ্য। তাছাড়া হাসপাতাল নির্মাণের জন্য ১১ একর জমিও রাজ্য সরকার দিয়েছে। এই ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে। কোভিডকালে তাতে অনেক সাহায্যও হয়েছে।
চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মেডিক্যালের আসন বাড়ানোর দাবি করেন। সেই সঙ্গে তিনি বলেন, কোভিড মোকাবিলায় জন্য ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য। প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী এই অভিযোগগুলি করেন।
28 total views, 2 views today