নিজস্ব প্রতিনিধি – **ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।আজ থেকেই বাড়ছে দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ২ হাজার ১৭৭ টাকা। ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

**বিশ্বের এক ডজনের বেশি দেশে চোখ রাঙাচ্ছে ওমিক্রন  আতঙ্ক। তাই মঙ্গলবার বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যজুড়ে বাড়ানো হচ্ছে বিধিনিষেধের মেয়াদ।

রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সই করা নতুন বিজ্ঞপ্তিতে রাজ্যের পক্ষে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিধিনিষেধের  মেয়াদ বাড়ানো হচ্ছে। রাজ্যে আরও ১৫ দিন রাত্রিকালীন বিধিনিষেধ বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে।

 52 total views,  2 views today