নিজস্ব প্রতিনিধি: শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বকসি, চন্দ্রিমা ভট্টাচার্য সহ শীর্ষ নেতারা।
এদিনের বৈঠকে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলের মেয়রের নাম ঘোষণা করেছেন দলনেত্রী। এছাড়া ঘোষণা করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মুখপাত্র, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যানদের নামও।
আসানসোল পুরনিগমের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়। চেয়ারম্যান অমরনাথ চক্রবর্তী। অন্যদিকে, বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল। বিধাননগরের চেয়ারম্যান হিসেবে সব্যসাচী দত্তর নাম ঘোষণা করা হয়েছে। চন্দননগর পুরনিগমের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী।
সেই সঙ্গে এদিন তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
76 total views, 2 views today