নিজস্ব প্রতিনিধি – পঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়ে গেল ৬ দিন। ১৪ ফেব্রুয়ারির বদলে আগামী ২০ ফেব্রুয়ারি ভোট হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। সপ্তাহখানেক আগে থেকেই তাঁরা বারাণসীতে যেতে শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হলে প্রচুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সেই পরিস্থিতিতে বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং রাজনৈতিক দলগুলি। বিষয়টি নিয়ে আলোচনার পর বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।
24 total views, 2 views today