শান্তি রায়চৌধুরী: বিরাট কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে, দাবি পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতারের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, ‘কোহলির জায়গায় থাকলে তিনি নাকি বিয়ে করতেন না! কারণ আমি তখন রানের মধ্যে আছি এবং ক্রিকেটটা উপভোগ করছি। ক্রিকেটে এমন ১০-১২ বছর সময় থাকে। যা আর কখনও ফেরত আসে না। ’

তবে বিয়ে করাকে দোষারোপ করছেন না জানিয়ে শোয়েব বলেন, ‘বাচ্চার কাছ থেকে চাপ থাকে, পরিবারের কাছ থেকেও থাকে। দায়িত্ব যত বাড়ে, চাপটাও বেড়ে যায়। ক্রিকেটারদের ক্যারিয়ার সাধারণত ১৪-১৫ বছরের হয়।

যার মধ্যে ফর্মের চূড়ায় থাকা হয় ৫-৬ বছর। কোহলি সেই সময় পার করে ফেলেছে। এখন তাকে ধুঁকতে হবে। ’

পাকিস্তানের এক সময়ের এই বিধ্বংসী বোলার আরও বলেন, ‘আমি বলছি না বিয়ে করা ভুল, তবে আপনি যখন ভারতের হয়ে খেলছেন তখন আপনার নিজের উপভোগ করার মতো সময় খুবই অল্প।

ভক্তরা কোহলির নামে পাগল। তাকে অবশ্যই এই ভালোবাসা ধরে রাখতে হতো, যা গত ২০ বছর ধরে পাচ্ছে। ’

শোয়েবের মতে, একটি জাতীয় দলের অধিনায়ক হিসেবে যেকোনো খেলোয়াড়ের ওপরেই বাড়তি দায়িত্ব থাকে। যেকোনো খেলোয়াড়ের সেসবের দিকেই পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। তাদের ব্যক্তিগত জীবনের কাজ তথা বিয়ের বিষয়টি পরেও হতে পারে বলে মন্তব্য শোয়েবের।

উল্লেখ্য, এর আগে কোহলির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে মন্তব্য করে বিতর্ক জোড়াল করেছিলেন আরেক সাবেক তারকা রশিদ লতিফ। তিনি দাবি করেন, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সংঘাতের জেরেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর মতো বড় সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে। এবার খানিকটা সেই সুরই শোনা গেল শোয়েবের মুখেও।

Loading