নিজস্ব প্রতিনিধি – পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের মেয়াদ নিয়ে রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । এই মামলার রায় ঘোষণা সংরক্ষিত রেখেছিল হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান থাকবেন কিনা, তা সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকারই। অর্থাৎ, হাইকোর্টের এই রায়ে রীতিমতো স্বস্তি পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুল রায়। একই সঙ্গে এদিনের রায়ে উজ্জীবিত হল তৃণমূলও।

এ দিন সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে হাইকোর্ট জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিতে হবে, তিনি মুকুল রায়কেই পিএসি চেয়ারম্যান হিসেবে বহাল রেখেছেন কিনা। তৃণমূল সূত্রের খবর, হাইকোর্টের রায়ের পর মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হিসেবে থেকে যাওয়া একপ্রকার নিশ্চিত।

Loading