নিজস্ব প্রতিনিধি – হুগলির জেলার বিজেপির দলীয় সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। গুঞ্জন ছড়িয়েছে তিনি বিজেপি ছাড়তে চলেছেন। কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়র পর লকেটের বিজেপি ছাড়ার গুঞ্জনে বেকায়দায় রয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা দলটি। তাই লকেটকে বিজেপি দলে রাখতে সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে তার বাসভবনে দীর্ঘ বৈঠক করেন। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু অন্য কিছু ছিল বলেই দাবি করেছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগেই আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই। তারপরেই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দল ছাড়ার জল্পনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লকেট বৈঠক করেছেন বলেই শোনা গিয়েছিল। যদিও লকেট টুইট করে তা উড়িয়ে দেন।