নিজস্ব প্রতিনিধি – কবি কমলা ভাসিন শনিবার ভোররাতে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে পানি জমে গিয়েছিলো। শুক্রবার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   টুইটারে কমলা ভাসিনের মৃত্যু সংবাদ  জানান সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব। কবিতা ট্যুইটারে লেখেন, “আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন ২৫ সেপ্টেম্বর ভোর তিনটের সময় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে কমলা থাকবেন।”

 সত্তরের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার কমলা ভাসিন। ২০০২  সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কের মাধ্যমে কমলা প্রান্তিক আদিবাসী মহিলাদের প্রশিক্ষিত করার কাজ করতেন। এর পাশাপাশি লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলি অন্তত ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে।

 236 total views,  6 views today