নিজস্ব প্রতিনিধি – রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে কলকাতা প্রেস ক্লাবে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন হল বুধবার। বৌদ্ধ ধর্ম গুরু ডাঃ তরুণজ্যোতি ভিক্ষু, বাগনান খানকা শরীফের পীরজাদা সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরী, রামকৃষ্ণ সারদা মিশনের উত্তমানন্দ মহারাজ, ফাদার রেভ বিশপ ডাঃ শ্রীকান্ত দাস, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি বচ্চন সিং সরল সহ জৈন ধর্মের মুনি শ্রী মনি মহারাজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলেই একসুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার বিষয়ে শপথ নেন।

ধর্মগুরুদের মতে, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ-গুণ থাকলেও এই সরকারের আমলেই সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পেরেছে। আর তাই তাঁরা চান এই সরকারের স্থায়িত্ব। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ই পারে এই সরকারকে স্থায়িত্ব দিতে।

 136 total views,  2 views today