নিজস্ব প্রতিনিধি – দুর্ঘটনা এড়াতে বকখালি সমুদ্র উপকূলে একটি ভাসমান জেটি তৈরি করার সিদ্ধান্ত নিল বকখালি উন্নয়ন পর্ষদ। তাদের ষোলতম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘদিন যাবৎ বকখালি সমুদ্র সৈকতের মাঝখানে একটি গভীর খাদ তৈরি হয়ে গিয়েছে। ভাটার সময় পর্যটকরা হেঁটে অনেকটা দূরে চলে যাবার পর জোয়ারের সময় ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। জলে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। তাই বিপদ এড়াতে এই বিশেষ উদ্যোগ নিল বকখালি উন্নয়ন পর্ষদ। সেই সঙ্গে এই বৈঠকের বকখালি কে পর্যটনের জন্য ঢেলে সাজানোর পরিকল্পনাও নেয়া হয়েছে। এক আধিকারিক বলেন, এখানে কোন স্থায়ী কংক্রিটের নির্মাণ হবে না। এমনভাবে সেটি বীচ ও সমুদ্রের মাঝে রাখা হবে,।যাতে জোয়ারের সময় কোন পর্যটক জলে আটকে পড়েন সেই ক্ষেত্রে এই জেটির সাহায্যে সৈকতে আসতে পারবেন।
154 total views, 2 views today