ধরো হাতে হাত

কলমে – বিজন চন্দ

 (টালিগঞ্জ ,কলকাতা, পশ্চিমবঙ্গ ,ভারত )

মানুষ মানে মান আর হুঁশ আছে মানবিকতা অমানুষ আজ হারিয়েছে মানবিক উজ্জ্বলতা। দিকে দিকে ঘুরে মুখোশধারী সাধুরূপী শয়তান স্বার্থপরতার ছুরিকাঘাতে  নিষ্পাপ সব প্রাণ।

 চেয়ে দেখো  নাগাসাকি হিরোশিমা বিকলাঙ্গদের যন্ত্রনা

 পুলওয়ামার শোকের ছায়া সাইনবাগের কান্না মানুষের মাংস মানুষ খেয়েছে পশুরা তাকিয়ে দেখে

নরখাদকেরা সর্বনাশের খেলায় উঠেছে মেতে।

 লোভ-লালসার হিংসা বাড়ায়  ওড়ে

অহংকারের ধজা

মানবধর্ম ভুলুঠিত আজ মানবতা পায়না পূজা। শোনো মানুষই তো শ্রেষ্ঠ জীব শ্রদ্ধা ভক্তি ত্যাগে মানব সেবায় ঈশ্বর সেবা অন্তর হতে জাগে।

 জাত বিভেদের প্রাচীর ভাঙো এসো মানবতার গান গাই

সুন্দর এই পৃথিবীতে মিলেমিশে হিন্দু মুসলিম ভাই ভাই ।

ভোরের আজানে আল্লাহ বলো হরি তলায় করো হরিনাম

মন্দির মসজিদ গিজ্জায় দেখো মানব মৈত্রির তীর্থধাম

মহাবীর রামকৃষ্ণ বিবেকানন্দ রবি নজরুলের মহান দেশ

 প্রভাত রবি স্বাগত জানায়  নাই হিংসা নাই বিদ্বেষ। আজ শুভদিনে শুভক্ষণে মিলনমেলায় একসাথে বিশ্বশান্তির মানববন্ধনে ধরো হাত হাতে হাতে।

Loading