নব চেতনার বর্ষ

কল্যাণ কুমার সাউ

গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড

 

নববর্ষ নববর্ষ, সবার ভীষণ আনন্দ,

আজকে ভালো থেকো শুধু, করোনো কারো মন্দ।

বর্ষ বরণ দিনের আলোয়, করোনা যেন  দ্বন্দ্ব,

হৃদয় জুড়ে থাকনা শুধু, জীবনের আনন্দ।

নববর্ষের নতুন সাজে, পাখনা মেলে নীল গগনে,

উড়বো সবাই মনের সুখে, থাকবো সুখে এই  জীবনে।

করবো না ভেদ এই দিবসে, করবো শুধু গান,

লোভ, লালসা স্বার্থ যত, দিতে পারি বলিদান।

পারবো না, পারবো না, আমরা কি পারবো না আর শোধরাতে,

চেষ্টা করেও হবে বৃথা, কর্ম হবে না মানবের হিতে।

কি হবে, কি হবে  এই জন্ম মানবের,

করছি যদি কর্ম, সকল অধর্মের।

নতুন বছরে থাকবো মোরা,  নেশায় লিপ্ত সকলে,

ভেদাভেদ ভুলে নাচবো, গাইবো, কোনো রঙ্গ মহলে,

পথ চলা প্রতিটি পথিক, দেখবে ঘৃণার চোখে ঘুরে,

হোক সে, আমরা নেশায় লিপ্ত, থাকবো নতুন বছরে।

নতুন বছরে চাইছি আমরা, নতুন আশা, নতুন আলো,

জাগরিত হোক সবার মনে, নব চেতনা, হয় যেন সবার ভালো।

কলো মনের হৃদয় রেখে, মানবে নববর্ষ,

পাবে , পাবে খুঁজে তুমি হৃদয় থেকে, নতুন আলোর উৎস।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading