কবিতা :- দয়ার সাগর

কলমে:-মহামায়া রুদ্র 

 আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ছুটে এসেছিল মেদিনীপুর জেলা বীর সিংহ গ্রামে।

মাতা ভগবতী দেবীর কোলে

ঝলমলে আলো রশ্মির ছটা ছড়িয়ে পড়লো সারা বিশ্ব জুড়ে।

গরিব পরিবারে এলে তুমি শিক্ষার আলো নিয়ে।

তোমার মহিমা ছড়িয়ে পড়ল

সবার মাঝে।

হে মহান তোমাকে জানাই শ্রদ্ধা ও প্রণাম।

 শেখালে তুমিই মোদের অক্ষরের জ্ঞান।

বাংলা অক্ষরের স্রষ্টা তুমি প্রথমেই বইটি তোমার বর্ণের পরিচয় ।

অক্ষরের পাশে অক্ষর বসিয়ে

করেছ শব্দের সৃষ্টি ।

শব্দের সাথে শব্দ জুড়ে আমরা করতে পারছি মনের ভাব প্রকাশ।

অন্ধর চোখে আলো দিলে নিরক্ষরকে সাক্ষর করে।

তুমি যে দয়ার সাগর তোমার দয়ায় হয়না তো পরিমাপ ।

মরুর মাঝে ফুটালে কত ফুল।

দুঃখীজনের দুঃখ মোছাতে  সয়েছো অনেক কষ্ট।

বিধবা বিবাহ ,নারী শিক্ষার,

 স্বীকৃতি দেয়ার কারণে।

পেয়েছো কত দুঃখ যন্ত্রনা।

তোমার দয়ায় নারী আজ মাথা উঁচু করে সমাজে পেয়েছে ঠাই।

বাল্যবিবাহ রোধ করেছ

তারা এখন স্কুলে যায়।

অনেক বড় ডিগ্রি নিয়ে সুন্দরভাবে জীবন কাটায়।

এই সুন্দর পৃথিবী তোমাকে ছাড়া আজও শূন্য লাগে।

তুমি কি” আবার আসবে এ ধরাধামে?

তোমার আদর্শ মেনে ছুটে চলেছি প্রাণপণে।

ফিরে এসো আর একটিবার

হে মহান ।

তোমার জন্মদিনে,

তোমাকে জানাই শ্রদ্ধা সম্মান।

Loading