নিজস্ব প্রতিনিধি – বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে মঙ্গলবার থেকে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গল ও বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা গনেশ দাস। উপকূলীয় জেলাগুলোতে জারি হয়েছে বিশেষ সতর্কতা। দুর্যোগে ক্ষয়ক্ষতি হারাতে সব দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে আগামী ৫ অক্টোবর সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর,  সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উপরে থাকাকালীন ক্রমেই সেটি শক্তি সঞ্চয় করে মঙ্গলবার সকালে পরিণত হবে গভীর নিম্নচাপে। এরপর তা ধীরে ধীরে রাজ্যের উপকূলীয় জেলা দিয়ে ভিতরে প্রবেশ করবে। এই নিম্নচাপের জেরে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। দপ্তরের অধিকর্তার মতে, ২৭ তারিখ, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অন্যদিকে কলকাতা পার্শ্ববর্তী জেলা গুলি ও পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিমি। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Loading