নিজস্ব প্রতিনিধি – ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের মানুষকে প্রয়োগের পর উদ্বৃত্ত টিকার রফতানি এবং অনুদান আগামী মাসে শুরু হবে। বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করে ভারত। ভ্যাকসিন রফতানিতেও শীর্ষে ভারত। তবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর নিজেদের জনগণকে অগ্রাধিকার দিতে গত এপ্রিলে দেশটি করোনার টিকা রফতানি বন্ধ করে দেয়। ভারত সরকার ডিসেম্বরের মধ্যে দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে; প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ এরই মধ্যে টিকার অন্তত একটি ডোজও পেয়ে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্টোবর থেকে উদ্বৃত্ত টিকার রফতানি এবং অনুদান পুনরায় শুরু করবে ভারত।
78 total views, 4 views today