নিজস্ব প্রতিনিধি – অবশেষে তৃণমূলে যোগদান করলেন জঙ্গিপুরের কংগ্রেস বিধায়ক মইনুল হক। বৃহস্পতিবার জঙ্গিপুরে অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি।  জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেবেন মইনুল এমনটা মোটামুটি নিশ্চিতই ছিল। তার আগে, বুধবার নিজের বাড়িতে অনুগামীদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। তবে তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

এ দিন ব্লক কমিটি, শাখা সংগঠন , ছাত্র যুব মহিলা, কিষান, এসসি-এসটি, মাইনরিটি যা আছে টোটাল ইউনিটটাই  তৃণমূলে যোগদান করল।

 130 total views,  2 views today