অনুরাগের অপ্রাপ্তি
কলমে- প্রসূন বিশ্বাস।
৪সি কাশী নাথ দত্ত রোড
কাঁদে মন আজ ও ভালোবেসে,
চোখের দৃষ্টিতে চোরাবালি কাটে।
মনের কথা বলি মান অভিমানে,
ভালোবাসার কবিতা বড় ই অসহায়।
হৃদয় সেতু টা অতিক্রম করবো কথা ছিলো না,
তবুও ছিলাম মুখোমুখি শব্দহীনে বিলীন।
এগোচ্ছিলাম ভাঙ্গা ঐ রেলিং এর শুন্যতায়,
আমার পদস্খলন হলো না তোমার?
তুরীয় আহ্লাদে বাতাসের আবেশের ভেজা সুর ,
যেনো ভাঙ্গা রেলিং এর শুন্যতায় ব্যাক্ত অভিমুখ।
আমি জানি কালচক্রে ওটাই তোমার স্পর্শ।
হারালো প্রেম নিঃসঙ্গ করে মোরে ,
ঐ অজীর্ণ সেতুর অন্তর গলে ,
ঝাঁপ দিলে ঐ সমুদ্রের অতলের তলে।
লবনাক্ত ফেনা দুঃখের গভীরতা জানে,
জ্যোৎসনার মতো অন্তঃস্থলের ক্রন্দন।
খুঁজে পেলাম না সফল প্রেমের অন্তঃদ্বীপ
অভাগা আমি তোমার বিষন্নতার কালো টিপ।।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-