শূন্যতা
সঙ্গীতা কর
যদি কোনো এক সকালে না বাজে সাইরেন
হাঁক দেয় কাগজওয়ালা করে ব্যর্থ সন্ধান!!
রাত জাগা নিশাচরেরা না ফেরে নিজ বাসায়
উড়ন্ত পায়রার ঝাঁক না আসে দক্ষিণের বারান্দায়,
ভোরের শুকতারা ফিকে থাকে অন্ধকারের নেশায়
ক্লান্ত পেঁচা অভুক্ত থাকে শিকারের খোঁজ না পাওয়ায়,
ক্ষুধার্ত নাকে যদি হঠাৎ পৌঁছায় সদ্য পচা বাসি দুর্গন্ধ
তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে চেয়ে সব জানালা,দরজা বন্ধ,
দিনান্তে সন্ধ্যার আলোকে মঞ্চ যদি থাকে অপেক্ষায়
ব্যাকুল চিত্তে দর্শক উৎসাহ হারায় শিল্পী না দেখায়!!
তবে কি সেদিন বুঝে নেবে তোমরা এতোটুকু শূন্যতা
পৃথিবীতে আর নেই আমি, নেই আর আমার কবিতা।