শান্তি রায়চৌধুরী: আজ বুধবার থেকে মেট্রো রেল পরিষেবার সময়সীমা বাড়ল। সেই সঙ্গে মেট্রোর সংখ্যাও বাড়ছে। দক্ষিণেশ্বর থেকে রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ ট্রেন রাত ৯টার পরিবর্তে ছাড়বে রাত সাড়ে ৯টায়। মেট্রো কর্তৃপক্ষ দৈনিক ২৮৮ ট্রেন চালাত। আজ বুধবার থেকে প্রায় তার সমসংখ্যক ট্রেন চালাবে তারা। এদিন থেকে ২৭৬টি ট্রেন চলবে।

এরই সঙ্গে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টোকেন পরিষেবা। নাইট কার্ফিউর সময় রাত ১০টার বদলে শুরু হবে রাত ১১টা থেকে এবং তা চলবে সকাল ৫টা অবধি। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো পরিষেবার সময়সীমা আধ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

Loading