শান্তি রায়চৌধুরী: কোভিড গ্রাফ মুম্বাইয়ে নিম্নমুখী হওয়ায় গ্রাফ নিম্নমুখী মুম্বইয়ে খুলে দেয়া হলো পর্যটন কেন্দ্র ও সিনেমা। ২ শতাংশের নীচে নেমেছে পজিটিভিটি রেট। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুম্বইয়ে অনেকটাই শিথিল হল বিধিনিষেধ। তুলে নেওয়া হয়েছে নাইট কার্ফিউ। সঙ্গে সব পর্যটনস্থল আগের নিয়মেই খোলা হয়েছে। মুম্বইয়ে সিনেমা হল, রেস্তোরাঁয় উপস্থিত থাকতে পারবে ৫০ শতাংশ মানুষ। খোলা যাবে সাপ্তাহিক বাজারও।
44 total views, 2 views today