নিজস্ব প্রতিনিধি: স্বাভাবিক হয়ে আসছে দিল্লি। আর থাকছে না কারফিউ খুলে দেওয়া হচ্ছে রেস্তোরাঁ-প্রেক্ষাগৃহ। বলতে গেলে স্বাভাবিকের পথে দিল্লি। করোনা সংক্রমণ কমে যাওয়ার জন্য শুক্রবার থেকে এমন সিদ্ধান্ত দিল্লি সরকার।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল বলেন, নতুন নির্দেশনা অনুসারে রাতের বেলার কারফিউ থাকছে না। তবে বন্ধ থাকবে স্কুল। রেস্তোরাঁ, বার ও প্রেক্ষাগৃহগুলোতে ধারণক্ষমতার অর্ধেক লোক বসানো যাবে। বিয়ের অনুষ্ঠানে অতিথি ২০০ জনের মধ্যে সীমিত রাখতে হবে।

তিনি বলেন, শনাক্তের হার কমে আসায় পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছিল। তার অংশ হিসেবেই এ পদক্ষেপ।

Loading