নিজস্ব প্রতিনিধি – গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভাসছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ। জলযন্ত্রণায় নাজেহাল রাজ্যের সাধারণ মানুষ। এরই মধ্যে চিন্তা বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই কমছে না দুর্যোগ। মঙ্গলবার ও বুধবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

ভবানীপুর, মিন্টো পার্ক, টালিগঞ্জ সার্কুলার রোড, ক্যামাক স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেক্টর ফাইভ, কাঁকুড়গাছি এলাকায় জল জমে আছে। সাধারণ মানুষকে জলের সঙ্গে লড়াই করে যাতায়াত করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি  পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Loading