শান্তি রায়চৌধুরী: করোনা আবহে পিছিয়ে গেল কলকাতা বইমেলা। আরো ২৮ দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা।৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বইমেলা।মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পর এ খবর জানিয়ে দিল গিল্ড। তবে ক’দিন চলবে এবারের বইমেলা? তা ঠিক হবে আজকে গিল্ডের বৈঠকে।

Loading