নিজস্ব প্রতিনিধি – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গোটা বিশ্বেই সংকটে গণতন্ত্র। বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে। যেসব দেশে এখনো গণতন্ত্র আছে, তাদের উচিত গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যদের প্রভাবিত করার চেষ্টা করা।

১১০টি দেশের প্রতিনিধিকে নিয়ে ডাকা দুই দিনের সম্মেলনে প্রথম বক্তৃতায় এ কথা বলেন তিনি। যদিও এই সামিটের তালিকায় থাকা রাশিয়া এবং চীনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিতর্কের মধ্যেই চীন একই সময়ে আরও একটি আলোচনা সভার আয়োজন করেছে।

গণতন্ত্রের পক্ষে বহু দেশের প্রতিনিধি আলোচনা করলেও কেন চীন এবং রাশিয়াকে এই আলোচনায় আহ্বান জানানো হলো না, তা নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, চীনে পৃথিবীর ১২০টি দেশ থেকে গবেষক ও অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 176 total views,  6 views today