নিজস্ব প্রতিনিধি –  বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডা: ব্রুস আইলওয়ার্ড বলেছেন, ‘২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনা বিদায় নিচ্ছে না।’  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলেও আফ্রিকার পাঁচ শতাংশ মানুষকেও টিকার আওতায় আনা যায়নি। টিকার অভাবে থাকা দেশগুলোকে এরই মধ্যে এক কোটি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। দেশটি আরও ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এসব উদ্যোগ প্রয়োজনের তুলনায় অনেক কম। :ড: ব্রুস আইলওয়ার্ড বলেন, ‘করোনা নির্মূলে আমরা সঠিক পথে নেই। টিকাদান কর্মসূচির গতি বাড়ানো না গেলে আগামী ২০২২ সালেও আমাদের মহামারির মধ্যেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘জি-৭ শীর্ষ সম্মেলনে ধনী দেশগুলো টিকাদানের অঙ্গীকার করেছিল। এখন ধনী দেশগুলোর উচিত, নিজেদের টিকার মজুত পর্যালোচনা করে দরিদ্র দেশগুলোর মাঝে তা বণ্টন করা।’

Loading