নিজস্ব প্রতিনিধি –  বৃহস্পতিবার সকালে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলক স্পর্শ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের এই ঐতিহাসিক মাইলফলকের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের ভারতীয় বিজ্ঞানের জয়, কর্মপ্রচেষ্টা এবং ১৩০ কোটি ভারতীয়ের সম্মিলিত চেতনা বলে অভিহিত করেছেন। তিনি চিকিৎসক, নার্সসহ এই কৃতিত্ব অর্জনে যাঁরা কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মাইলফলক অর্জনের পর প্রধানমন্ত্রী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া। এক টুইট বার্তায় মানসুখ মানদাভিয়া বলেছেন, ‘অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফসল।’ ভারত সরকারের হিসাব অনুযায়ী, ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার এক ডোজ টিকা পেয়েছেন। আর প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ পূর্ণ ডোজ টিকা পেয়েছে। সবচেয়ে বেশি টিকা প্রয়োগ করা পাঁচটি রাজ্য হচ্ছে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট ও মধ্যপ্রদেশ।

Loading