নিজস্ব প্রতিনিধি – আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। অধ্যক্ষের ইস্তফার দাবি চেয়ে দীর্ঘদিন যাবৎ আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে সাংসদ বিধায়ক ও স্বাস্থ্য দপ্তরের বহু চেষ্টা সত্ত্বেও এই জোট খোলা যায়নি। রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ গ্রহণ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আন্দোলনকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Loading