নিজস্ব প্রতিনিধি – ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত ৪৮ ঘণ্টায় ভারতের সেনাবাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিখোঁজ হওয়া দুই সেনার মরদেহ উদ্ধার করেছে  সামরিক বাহিনী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের সময় নিখোঁজ হওয়া একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছেন সন্দেহে ওই এলাকার ভারী বনাঞ্চলে সেনা সদস্যরা চিরুনি অভিযান শুরু করে। অভিযান শুরুর ৪৮ ঘণ্টা পর সেখান থেকে ওই দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

Loading