একটা ” ছাঁকনি ” জীবন তরঙ্গে

কলমে- ডাঃ শ্যামল বেরা

ডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

জীবন চলে নদীর স্রোতের মতো,

এই প্রবহমান জলরাশি যে

সর্বদা স্বচ্ছ না ও হতে পারে,

যেমন গঙ্গার ওপর দিয়ে তো কত কি মন্দ ভেসে যাচ্ছে,

তাবলে কি গঙ্গা অশুদ্ধ হয়েছে?

তাই গঙ্গা জল একটু ছেঁকে নিলেই হলো,

তেমনি জীবন রেখাতে ভালো- মন্দ যে মেশানো থাকে,

তাই জীবনে কোনো এক সময় মন্দ গুলো কে ছেঁকে নিতে হয়,

তাহলে জীবন চলে স্বচ্ছতায়

মন্দ যদি বেশিও থাকে, পুরো মন্দটাই ছেঁকে ফেলুন,

যৎসামান্য ভালো নিয়েই যে জীবন অতিবাহিত করা যায়,

সেখানে কষ্ট হলেও যে আছে এক অনাবিল আনন্দ,

মন্দ উপায়ে জীবন কাটানোর থেকে  স্বচ্ছ উপায়ে কাটানো অনেক শান্তির

স্বচ্ছ জীবন কঠিন হলে ও নিজের কাছে, মনের কাছে পরিষ্কার থাকা যায়,

আর এই দেখানো পথ কে পরবর্তী প্রজন্ম অবলম্বন করলে, তাঁদের জীবন ও কঠিন থেকে ক্রমশঃ সহজ হবে, আর আনন্দ ধারা নেমে আসবে তাঁদের জীবনে,

তখনই যে সংসার থেকে সমাজ হবে এক আনন্দ আশ্রম….

তাই বলি, একটা ছাঁকনির দরকার প্রত্যেকের জীবন তরঙ্গে,

আসুন না আমরা সবাই মন্দ টা কে সরিয়ে দিয়ে ভালো টা গ্রহণ করি

আর ছোটো চারা গাছ থেকে এক সবুজ বট বৃক্ষের রূপ নেবে,

তখনই যে হবে জীবনের সার্থকতা,

Loading