নিজস্ব প্রতিনিধি – কেরালায় ভারী বৃষ্টির প্রভাবে বন্যা, ভূমিধ কেরালায় ভারী বৃষ্টির প্রভাবে বন্যা, ভূমিধস। ছবি: রয়টার্স ভারতের কেরালা রাজ্যের কোট্টায়াম ও ইদুকি জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আটজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সংবাদমাধ্যম এনডিটিভি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কোট্টায়াম জেলায় ১২ জন নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। পাঠানমথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুকি, ত্রিশূর ও পালাক্কাড জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ছাড়া ছয়টি জেলায় জারি করা হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। জেলাগুলা হলো তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, পালাক্কাড, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড। রাজ্য সরকারের অনুরোধে পরিস্থিতি সামাল দিতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ১১টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।